হিতবাদী বা উপযােগিতাবাদী দর্শনের মৌলিক আদর্শ হল সর্বাধিক মানুষের সুখের বিধান, দুঃখমােচন এবং মঙ্গলসাধন। উপযােগবাদী মতাদর্শের উদ্ভাবক ছিলেন জেরেমি বেন্থাম। উপযােগবাদের অন্যান্য প্রবক্তাগণের মধ্যে উল্লেখযােগ্য হলেন জেমস মিল, জেমস মিলের পুত্র জন স্টুয়ার্ট মিল, জন অস্টিন প্রমুখ। তাদের মতে, যখন কোনাে কাজের ফল কোনাে ব্যক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে বা ক্ষতি করে না, তখন সেটাকেই উপযােগিতাবাদ অনুসারী কর্মোদ্যোগ বলা হয়।
Answer ( 1 )
হিতবাদী বা উপযােগিতাবাদী দর্শনের মৌলিক আদর্শ হল সর্বাধিক মানুষের সুখের বিধান, দুঃখমােচন এবং মঙ্গলসাধন। উপযােগবাদী মতাদর্শের উদ্ভাবক ছিলেন জেরেমি বেন্থাম। উপযােগবাদের অন্যান্য প্রবক্তাগণের মধ্যে উল্লেখযােগ্য হলেন জেমস মিল, জেমস মিলের পুত্র জন স্টুয়ার্ট মিল, জন অস্টিন প্রমুখ। তাদের মতে, যখন কোনাে কাজের ফল কোনাে ব্যক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে বা ক্ষতি করে না, তখন সেটাকেই উপযােগিতাবাদ অনুসারী কর্মোদ্যোগ বলা হয়।