ঔপনিবেশিক ভারতের নিরিখে ‘সম্পদের বহির্গমন’ বলতে কী বােঝ?

Question

Answer ( 1 )

    1
    2023-06-09T04:06:16+05:30

    পলাশির যুদ্ধ জয়ের পর কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনাে প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য ও উৎপাদিত দ্রব্যসামগ্রী ইংল্যান্ডে চালান করেছিল। এই ঘটনাটিই ঐতিহাসিক ও সমালােচকদের মতে সম্পদের নির্গমন ও অর্থনৈতিক নিষ্ক্রমণ (Economic Drain) নামে পরিচিত।

    Best answer

Leave an answer