রায়তওয়ারি ব্যবস্থার দুটি প্রধান বৈশিষ্ট্য হল—[i] এই ব্যবস্থায় সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করার ফলে সরকার ও কৃষকদের মাঝে কোনাে মধ্যস্বত্বভােগী শ্রেণির অস্তিত্ব ছিল না। [ii] এই ব্যবস্থায় জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে, কৃষকদের জমির ওপর কোনাে অধিকার ছিল না।
Answer ( 1 )
রায়তওয়ারি ব্যবস্থার দুটি প্রধান বৈশিষ্ট্য হল—[i] এই ব্যবস্থায় সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করার ফলে সরকার ও কৃষকদের মাঝে কোনাে মধ্যস্বত্বভােগী শ্রেণির অস্তিত্ব ছিল না। [ii] এই ব্যবস্থায় জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে, কৃষকদের জমির ওপর কোনাে অধিকার ছিল না।