ব্রিটিশ শাসনকালে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ কমিটি জেলায় জেলায় ঘুরে জমির বন্দোবস্ত দিত। যে জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হত ভ্রাম্যমাণ কমিটি তাকে জমির বন্দোবস্ত দিত, এটি ইজারাদারি ব্যবস্থা নামে পরিচিত। লর্ড ওয়ারেন হেস্টিংস ইজারাদারি ব্যবস্থার প্রচলন করেন।
Answer ( 1 )
ব্রিটিশ শাসনকালে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ কমিটি জেলায় জেলায় ঘুরে জমির বন্দোবস্ত দিত। যে জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হত ভ্রাম্যমাণ কমিটি তাকে জমির বন্দোবস্ত দিত, এটি ইজারাদারি ব্যবস্থা নামে পরিচিত। লর্ড ওয়ারেন হেস্টিংস ইজারাদারি ব্যবস্থার প্রচলন করেন।