মেটারনিক ব্যাবস্থা বলতে কি বোঝ

Question

metarnik bebostha kake bol?

 

Answer ( 1 )

    0
    2023-06-01T09:43:33+05:30

    ১৮১৫-৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ধরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ ছিলেন ইউরোপীয় রাজনীতির ভাগ্যনিয়ন্ত্রা। তিনি ছিনে প্রতিবিপ্লবের মূর্ত প্রতীক। ইউরোপের সর্বত্র স্বৈরাচারী রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল মেটারনিখের একমাত্র উদ্দেশ্য। আর ওই উদ্দেশ্যকে সফল করতে প্রগতিবিরোধী ও ঘোর রক্ষণশীল যে ভারসাম্য নীতি তিনি গ্রহণ করেন সেটাই ইউরোপের ইতিহাসে মেটারনিখ-ব্যবস্থা বা মেটারনিখতন্ত্র বা মেটারনিখ পদ্ধতি নামে পরিচিত। ঐতিহাসিক ফিসার, ১৮১৫ খ্রি. ভিয়েনা সম্মেলনের পরবর্তী তিরিশ বছর ইউরোপের ইতিহাসকে ‘মেটারনিখের যুগ’ বলে উল্লেখ করেছেন।

    Best answer

Leave an answer