সিন্ধু অঞ্চলে ভারতের প্রথম নাগরিক সভ্যতা গড়ে ওঠেছিল । এই সভ্যতার বৈশিষ্ট্যগুলাে বিশেষভাবে লক্ষণীয় । প্রশস্ত ও পরিকল্পিত রাজপথের সঙ্গে অপরিসর গলি , তিনতলা পর্যন্ত বাড়ি তৈরির ব্যাপারে আগুনে পােড়া ইটের ব্যবহার, জল ও আবর্জনা নিষ্কাশনের জন্য উন্নত পয়প্রণালী ব্যবস্থা এবং বৃহৎ স্নানাগার প্রভৃতি উন্নতনাগরিক জীবনের পরিচয় দেয় ।
Answer ( 1 )
সিন্ধু অঞ্চলে ভারতের প্রথম নাগরিক সভ্যতা গড়ে ওঠেছিল । এই সভ্যতার বৈশিষ্ট্যগুলাে বিশেষভাবে লক্ষণীয় । প্রশস্ত ও পরিকল্পিত রাজপথের সঙ্গে অপরিসর গলি , তিনতলা পর্যন্ত বাড়ি তৈরির ব্যাপারে আগুনে পােড়া ইটের ব্যবহার, জল ও আবর্জনা নিষ্কাশনের জন্য উন্নত পয়প্রণালী ব্যবস্থা এবং বৃহৎ স্নানাগার প্রভৃতি উন্নতনাগরিক জীবনের পরিচয় দেয় ।