প্রাচীন তামিল সাহিত্য থেকে চোলদের সমুদ্রপথে ব্যবসাবাণিজ্য বিস্তারের কাহিনী জানা যায় । শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে চোলগণ ব্ৰত্মদেশ , শ্রীলঙ্কা , ভারত মহাসাগরের অন্যান্য দ্বীপসমূহ এবং মালয় উপদ্বীপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে । কাবেরী নদীর মােহনায় অবস্থিত কাবেরীপত্তনম ছিল চোল সাম্রাজ্যের সর্ববৃহৎ বাণিজ্য বন্দর । বাণিজ্যতরী ও বাণিজ্যপথের নিরপত্তার জন্য চোলরাজগণ এক শক্তিশালী নৌবাহিনী তৈরি করেন । চোলদের সামুদ্রিক সাম্রাজ্যের পত্তন করেন । মালদ্বীপ , লাক্ষাদ্বীপ সহ ভারত মহাসাগরের বহু দ্বীপের ওপর তিনি কর্তৃত্ব স্থাপন করেন । সিংহলের উত্তরাংশও তিনি জয় করেন ।
Answer ( 1 )
প্রাচীন তামিল সাহিত্য থেকে চোলদের সমুদ্রপথে ব্যবসাবাণিজ্য বিস্তারের কাহিনী জানা যায় । শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে চোলগণ ব্ৰত্মদেশ , শ্রীলঙ্কা , ভারত মহাসাগরের অন্যান্য দ্বীপসমূহ এবং মালয় উপদ্বীপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে । কাবেরী নদীর মােহনায় অবস্থিত কাবেরীপত্তনম ছিল চোল সাম্রাজ্যের সর্ববৃহৎ বাণিজ্য বন্দর । বাণিজ্যতরী ও বাণিজ্যপথের নিরপত্তার জন্য চোলরাজগণ এক শক্তিশালী নৌবাহিনী তৈরি করেন । চোলদের সামুদ্রিক সাম্রাজ্যের পত্তন করেন । মালদ্বীপ , লাক্ষাদ্বীপ সহ ভারত মহাসাগরের বহু দ্বীপের ওপর তিনি কর্তৃত্ব স্থাপন করেন । সিংহলের উত্তরাংশও তিনি জয় করেন ।