কাঞ্জীর পল্লবরাজগণের পৃষ্ঠপােষকতায় স্থাপত্য , ভাস্কর্য ও চিত্রকলা বিশেষ উন্নতিলাভ করে । কাঞীর কৈলাসনাথের মন্দির ঐরাবতেশ্বরের মন্দির এবং মামল্লপুরম অথবা মহাবলীপুরমের রথ মন্দিরগুলাে পল্লব শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন । পল্লবরাজগণ স্থাপত্য , ভাস্কর্য , চিত্রকলা প্রভৃতি ছাড়া ও সাহিত্য এবং সংস্কৃতির পৃষ্ঠপােষক ছিলেন । কিরাতাজুনীয়ম রচয়িতা ভারবি এবং দশকুমার চরিত্র রচয়িতা দণ্ডিন পল্লব রাজাদের পৃষ্ঠপােষকতা লাভ করেন । ‘বিচিত্র চিত্ত’ নামে পরিচিত পল্লবরাজ প্রথম মহেন্দ্রবর্মন ‘খণ্ড বিলাস’ প্রহসন রচনা করেন ।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যক্ষ ধর্মপাল কাঞ্জীর অধিবাসী ছিলেন ।
Answer ( 1 )
কাঞ্জীর পল্লবরাজগণের পৃষ্ঠপােষকতায় স্থাপত্য , ভাস্কর্য ও চিত্রকলা বিশেষ উন্নতিলাভ করে । কাঞীর কৈলাসনাথের মন্দির ঐরাবতেশ্বরের মন্দির এবং মামল্লপুরম অথবা মহাবলীপুরমের রথ মন্দিরগুলাে পল্লব শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন । পল্লবরাজগণ স্থাপত্য , ভাস্কর্য , চিত্রকলা প্রভৃতি ছাড়া ও সাহিত্য এবং সংস্কৃতির পৃষ্ঠপােষক ছিলেন । কিরাতাজুনীয়ম রচয়িতা ভারবি এবং দশকুমার চরিত্র রচয়িতা দণ্ডিন পল্লব রাজাদের পৃষ্ঠপােষকতা লাভ করেন । ‘বিচিত্র চিত্ত’ নামে পরিচিত পল্লবরাজ প্রথম মহেন্দ্রবর্মন ‘খণ্ড বিলাস’ প্রহসন রচনা করেন ।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যক্ষ ধর্মপাল কাঞ্জীর অধিবাসী ছিলেন ।