বিদ্যুৎবাহী তারকে চিনামাটির বাটির ওপর দিয়ে মুড়ে লাগানো হয় কেন?

Question

Answer ( 1 )

    0
    2023-05-07T11:56:28+05:30

    বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় তার সংযোগের সময় তারকে সরাসরি পোস্টের সঙ্গে যোগ করা হয় না। অন্তরক পদার্থ চিনামাটির বাটির সঙ্গে বেঁধে যোগ করা হয়। চিনামাটির বাটি অন্তরক বলে তার থেকে পোস্টের মাধ্যমে পৃথিবীতে তড়িৎপ্রবাহ ঘটতে পারে না, কিন্তু তারকে সরাসরি পোস্টের সঙ্গে যুক্ত করলে সর্বদা মাটিতে তড়িৎক্ষরণ হত এবং কোনো লোক ওই পোস্ট স্পর্শ করলে তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকত। তাই বিদ্যুৎবাহী তারগুলিকে চিনামাটির বাটির মাধ্যমে পোস্টের সঙ্গে যুক্ত করা হয়।

    Best answer

Leave an answer