শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ে, টুকরো কাগজের কাছে আনলে কী হবে?

Question

Answer ( 1 )

    3
    2023-05-07T11:53:44+05:30

    চিরুনি দিয়ে চুল আঁচড়ালে, চিরুনিতে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। এবার চিরুনিকে ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে আনলে, চিরুনির ঋণাত্মক আধানের প্রভাবে, কাগজের যে অংশ চিরুনির নিকটে থাকে, সেখানে ধনাত্মক আধান আবিষ্ট হয়। একে তড়িৎআবেশ বলে। যার প্রভাবে কাগজের টুকরো, চিরুনি দ্বারা আকর্ষিত হয়।

    কিছু সময় পরে চিরুনি থেকে ঋণাত্মক আধান, কাগজে চলে আসে। এই ঘটনাকে তড়িৎ ক্ষরণ বলে। ফলে আধান দুটি পরস্পরকে প্রশমিত করে। এরপর চিরুনি ও কাগজে সমজাতীয় আধান পড়ে থাকে, যার জন্য পরস্পরকে বিকর্ষণ করে।

    Best answer

Leave an answer