কোনো আহিত বস্তুর নিকটে পরিবাহী আনলে, পরিবাহীতে তড়িৎ আবেশের সৃষ্টি হয়। আবেশের ফলে আহিত বস্তুর নিকটে থাকা পরিবাহীর অংশে বিপরীত আধান সৃষ্টি হয়, ফলে আকর্ষিত হয়, পরস্পরের সংস্পর্শে এসে প্রশমিত হয় এবং অবশিষ্ট সমজাতীয় আধানের জন্য কিছু সময় পরে একে অপরকে বিকর্ষণ করে। আহিত বায়ু থেকে তড়িৎ আধান অন্য বস্তুতে বা অন্য বস্তু থেকে বিপরীত আধান আহিত বস্তুতে আসার ঘটনাকে তড়িৎক্ষরণ বলে।
Answer ( 1 )
কোনো আহিত বস্তুর নিকটে পরিবাহী আনলে, পরিবাহীতে তড়িৎ আবেশের সৃষ্টি হয়। আবেশের ফলে আহিত বস্তুর নিকটে থাকা পরিবাহীর অংশে বিপরীত আধান সৃষ্টি হয়, ফলে আকর্ষিত হয়, পরস্পরের সংস্পর্শে এসে প্রশমিত হয় এবং অবশিষ্ট সমজাতীয় আধানের জন্য কিছু সময় পরে একে অপরকে বিকর্ষণ করে। আহিত বায়ু থেকে তড়িৎ আধান অন্য বস্তুতে বা অন্য বস্তু থেকে বিপরীত আধান আহিত বস্তুতে আসার ঘটনাকে তড়িৎক্ষরণ বলে।