শীতকালে উলের জামাকাপড় খোলার সময় গায়ের লোমগুলো কেন সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে?

Question

Answer ( 1 )

    0
    2023-05-07T11:13:06+05:30

    উলের সাথে দেহের ঘর্ষণের ফলে স্থির তড়িদাধান সৃষ্টি হয়। উলের ধনাত্মক এবং দেহে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। লোমগুলি ও দেহের আধান একই হওয়ায় পরস্পরকে বিকর্ষণ করে, ফলে লোমগুলি দেহের থেকে সরে গিয়ে সোজা হয়ে যায়।

    আহিত লোম থেকে কিছু সময় পর বায়ুতে তড়িৎক্ষরণ শুরু হয়। ফলে তড়িৎ শক্তি, তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং বায়ু খুব তাড়াতাড়ি প্রসারিত হতে চেষ্টা করে। এজন্য খুব ক্ষীণ চিড় চিড় শব্দ শোনা যায়।

    Best answer

Leave an answer