[i] হবসনের ধারণায় পুঁজিবাদের সংকট দেখা দিলে তা সংস্কারের মাধ্যমে কাটিয়ে ওঠা। সম্ভব, কিন্তু লেনিনের ধারণায় পুঁজিবাদের সংকট মেটানাে সম্ভব নয় তাই পুজিবাদ অনিবার্যভাবে বিপ্লব ঘটাবে।
[ii] হবসন সাম্রাজ্য বিস্তার এবং বলপ্রয়ােগের মধ্যে দিয়ে দখলদারি প্রতিষ্ঠাকে সমান বলে মনে করেছেন। কিন্তু লেনিন শুধু দখলদারি নয় কোনাে অঞ্চলের ওপর অপ্রত্যক্ষ নিয়ন্ত্রণকেও সাম্রাজ্যবাদের আওতাভুক্ত করেছেন।
Answer ( 1 )
[i] হবসনের ধারণায় পুঁজিবাদের সংকট দেখা দিলে তা সংস্কারের মাধ্যমে কাটিয়ে ওঠা। সম্ভব, কিন্তু লেনিনের ধারণায় পুঁজিবাদের সংকট মেটানাে সম্ভব নয় তাই পুজিবাদ অনিবার্যভাবে বিপ্লব ঘটাবে।
[ii] হবসন সাম্রাজ্য বিস্তার এবং বলপ্রয়ােগের মধ্যে দিয়ে দখলদারি প্রতিষ্ঠাকে সমান বলে মনে করেছেন। কিন্তু লেনিন শুধু দখলদারি নয় কোনাে অঞ্চলের ওপর অপ্রত্যক্ষ নিয়ন্ত্রণকেও সাম্রাজ্যবাদের আওতাভুক্ত করেছেন।