সামুদ্রিক অভিযানের সূত্রে ইংল্যান্ড চিনের ওপর হস্তক্ষেপ করে। চিনের সঙ্গে ইংল্যান্ডের প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটে নানকিং চুক্তির মাধ্যমে। এই চুক্তিবলে ব্রিটেন বেশকিছু বিশেষ সুযােগসুবিধা পায়, যেমন—চিনে থাকা ব্রিটিশ কনসালের ইংরেজদের বিচারের অধিকার লাভ, চিনের পাঁচটি বন্দরে ব্রিটিশ যুদ্ধ জাহাজে বাণিজ্যিক পাহারাদার নিয়ােগ করার অধিকার লাভ, চিনে বসবাসকারী হলেও ইংরেজ নাগরিকরা চিন সম্রাটের নিয়ন্ত্রণাধীন না থাকা ইত্যাদি। চিনে আগত বিদেশি দেশগুলির মধ্যে সর্বাধিক অনুগৃহীত দেশের মর্যাদালাভ (most favoured nation status) চিনে ইংল্যান্ডের অতিরাষ্ট্রিক অধিকার (Extraterritorial right) নামে পরিচিত।
Answer ( 1 )
সামুদ্রিক অভিযানের সূত্রে ইংল্যান্ড চিনের ওপর হস্তক্ষেপ করে। চিনের সঙ্গে ইংল্যান্ডের প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটে নানকিং চুক্তির মাধ্যমে। এই চুক্তিবলে ব্রিটেন বেশকিছু বিশেষ সুযােগসুবিধা পায়, যেমন—চিনে থাকা ব্রিটিশ কনসালের ইংরেজদের বিচারের অধিকার লাভ, চিনের পাঁচটি বন্দরে ব্রিটিশ যুদ্ধ জাহাজে বাণিজ্যিক পাহারাদার নিয়ােগ করার অধিকার লাভ, চিনে বসবাসকারী হলেও ইংরেজ নাগরিকরা চিন সম্রাটের নিয়ন্ত্রণাধীন না থাকা ইত্যাদি। চিনে আগত বিদেশি দেশগুলির মধ্যে সর্বাধিক অনুগৃহীত দেশের মর্যাদালাভ (most favoured nation status) চিনে ইংল্যান্ডের অতিরাষ্ট্রিক অধিকার (Extraterritorial right) নামে পরিচিত।