বিংশ শতকে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন তত্ত্বের উল্লেখ করেছেন, এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখাে।Question
Answer ( 1 )
বিংশ শতকে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন তত্ত্বের উল্লেখ করেন— মার্ক লিওপােল্ড বেঞ্জামিন ব্লক, এডওয়ার্ড হ্যালেট কার, এ. জে. পি. টেলর, লুই নেমিয়ার, ক্রিস্টোফার হিল, আর. জি. কলিংউড, বেনেদেতাে ক্রোচে, মিশেল ফুকো, ফারনান্দ ব্ৰদেল প্রমুখ।