প্রদেশ গুলিকে মন্ডল বলা হত। প্রতিটি মন্ডল কয়েকটি কোট্টম বা বলনাডুকে বিভক্ত ছিল। আবার প্রতিটি কোট্টম কয়েকটি নাডু বা জেলায় বিভক্ত ছিল। কয়েকটি গ্রাম্য সমবায় নিয়ে নাডু গুলি গঠিত হতো। এই গ্রাম সমবায় গুলি ‘কুরম’ নামে পরিচিত ছিল। সর্বনিম্মে ছিল গ্রাম। এই গ্রামগুলি ছিল স্বয়ং শাসিত ও স্বয়ং সম্পূর্ণ।
Answer ( 1 )
প্রদেশ গুলিকে মন্ডল বলা হত। প্রতিটি মন্ডল কয়েকটি কোট্টম বা বলনাডুকে বিভক্ত ছিল। আবার প্রতিটি কোট্টম কয়েকটি নাডু বা জেলায় বিভক্ত ছিল। কয়েকটি গ্রাম্য সমবায় নিয়ে নাডু গুলি গঠিত হতো। এই গ্রাম সমবায় গুলি ‘কুরম’ নামে পরিচিত ছিল। সর্বনিম্মে ছিল গ্রাম। এই গ্রামগুলি ছিল স্বয়ং শাসিত ও স্বয়ং সম্পূর্ণ।