প্রথম রাজেন্দ্র চোল এই বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন। তিনি ১০১৪ থেকে ১০৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। ‘গঙ্গোই কোন্ড চোল ও উত্তম চোল’ নামেও পরিচিত ছিলেন। তার স্মরণীয় কৃতিত্ব হল সুমাত্রার শৈলেন্দ্র বংশের রাজাদের বিরুদ্ধে নৌ-অভিযান এবং শৈলেন্দ্র রাজা বিজয়াতুঙ্গকে পরাজিত করে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে সামরিক সাফল্য অর্জন করেছিলেন। এছাড়াও তিনি বঙ্গ বিজয় করেছিলেন। এরপর তিনি চেরী ও পান্ড্যদের উপর নিজের আধিপত্য স্থাপন করেছিলেন।
Answer ( 1 )
প্রথম রাজেন্দ্র চোল এই বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন। তিনি ১০১৪ থেকে ১০৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। ‘গঙ্গোই কোন্ড চোল ও উত্তম চোল’ নামেও পরিচিত ছিলেন। তার স্মরণীয় কৃতিত্ব হল সুমাত্রার শৈলেন্দ্র বংশের রাজাদের বিরুদ্ধে নৌ-অভিযান এবং শৈলেন্দ্র রাজা বিজয়াতুঙ্গকে পরাজিত করে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে সামরিক সাফল্য অর্জন করেছিলেন। এছাড়াও তিনি বঙ্গ বিজয় করেছিলেন। এরপর তিনি চেরী ও পান্ড্যদের উপর নিজের আধিপত্য স্থাপন করেছিলেন।