জাতীয় আয় পরিমাপের মৌলিক অভেদ কাকে বলে?

Question

Answer ( 1 )

    0
    2023-02-17T16:22:53+05:30

    জাতীয় আয়কে তিন দিক থেকে দেখা যেতে পারে। প্রথমতঃ, জাতীয় আয়কে উৎপাদনের সমষ্টির বা জাতীয় উৎপাদন বলে দেখা যেতে পারে, দ্বিতীয়তঃ, জাতীয় আয়কে সকল উপাদানের আয়ের সমষ্টি হিসেবে বিচার করা যেতে পারে, তৃতীয়তঃ, জাতীয় আয়কে জাতীয় উৎপাদনের উপর ব্যয়ের সমষ্টি বা জাতীয় ব্যয় হিসেবে ভাবা যেতে পারে।

    সুতরাং, জাতীয় উৎপাদন ≡ জাতীয় আয় ≡ জাতীয় ব্যয়। একেই জাতীয় আয় পরিমাপের অভেদ বলে।

    Best answer

Leave an answer