মাৎসন্যায় কি?

Question

Answer ( 1 )

    0
    2023-02-15T13:27:00+05:30

    মাৎসন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। যেমন পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে তেমনি দেশের অরাজকতার সময় শক্তিশালী ব্যক্তি দুর্বল লোকের উপর অত্যাচার করে ।বাংলায় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত এই প্রকার অচলাবস্থা চলে। এই সময়কেই মাৎসন্যায় নামে পরিচিত করা হয়।।

     

    Best answer

Leave an answer