ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বোঝো?

Question

Answer ( 1 )

    0
    2023-02-15T13:24:52+05:30

    যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখল রাখতে পারবে এই ধারণা সৃষ্টি হয়েছিল হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে। এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর, প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে দীর্ঘকাল লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত করা হয়।

    Best answer

Leave an answer