সেন রাজাদের রাজসভার সভাকবি ছিলেন কবি জয়দেব। তাঁর রচিত গ্রন্থের নাম “গীতগোবিন্দম”, দ্বিতীয় কবি ছিলেন ধোয়ী, রচিত গ্রন্থের নাম “পবনদূত”। মন্ত্রী হলায়ূধ লিখেছিলেন “ব্রাহ্মণসর্বস্ব” এবং অভিধান রচয়িতা ছিলেন সর্বানন্দ এবং ঘণিতজ্ঞ ছিলেন শ্রীনিবাস। রাজা বল্লালসেন নিজেই দানসাগর, অদ্ভুতসাগর নামে দুই গ্রন্থের রচনা করেন। এছাড়া রাজসভার আরও তিনজন কবি ছিলেন গোবর্ধন, উমাপতিধর এবং শরণ।
Answer ( 1 )
সেন রাজাদের রাজসভার সভাকবি ছিলেন কবি জয়দেব। তাঁর রচিত গ্রন্থের নাম “গীতগোবিন্দম”, দ্বিতীয় কবি ছিলেন ধোয়ী, রচিত গ্রন্থের নাম “পবনদূত”। মন্ত্রী হলায়ূধ লিখেছিলেন “ব্রাহ্মণসর্বস্ব” এবং অভিধান রচয়িতা ছিলেন সর্বানন্দ এবং ঘণিতজ্ঞ ছিলেন শ্রীনিবাস। রাজা বল্লালসেন নিজেই দানসাগর, অদ্ভুতসাগর নামে দুই গ্রন্থের রচনা করেন। এছাড়া রাজসভার আরও তিনজন কবি ছিলেন গোবর্ধন, উমাপতিধর এবং শরণ।