ত্রিশক্তির সংগ্রামের পরিচয় দাও?

Question

Answer ( 1 )

    0
    2023-02-13T09:45:06+05:30

    কনৌজের অপুত্রক রাজা হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজের সিংহাসনের উপর আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূদদের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তাকে ত্রিপাক্ষিক যুদ্ধ বা ত্রিশক্তির সংগ্রাম বলে।

    এই অ-রাজনৈতিক যুগে বহু আঞ্চলিক রাজবংশ ও স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। তার মধ্যে পশ্চিম ভারতের মারব ও রাজপুতানা গুর্জার-প্রতিহার বংশ দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ খুবই শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে রাজপুত জাতির উত্থান এই যুগের সবচেয়ে বড়ো ঘটনা।

    Best answer

Leave an answer