প্রথম কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্ত। তিনি ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা। ভিতরী স্তম্ভলিপি থেকে জানা যায় স্কন্দগুপ্ত মুনদের সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং কথা সরিৎসাগর গ্রন্থ থেকে জানা যায় তিনি হুনদের পরাজিত করেন। এছাড়াও তিনি ভাগবত ধর্মের অনুরাগী ছিলেন। পশ্চিম ভারতের সৌরাষ্ট্র, মালব, গুজরাট এবং পূর্বে বাংলাদেশের উপর পুনঃ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদ সংস্কার তার স্মরণীয় কাজ।
Answer ( 1 )
প্রথম কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্ত। তিনি ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা। ভিতরী স্তম্ভলিপি থেকে জানা যায় স্কন্দগুপ্ত মুনদের সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং কথা সরিৎসাগর গ্রন্থ থেকে জানা যায় তিনি হুনদের পরাজিত করেন। এছাড়াও তিনি ভাগবত ধর্মের অনুরাগী ছিলেন। পশ্চিম ভারতের সৌরাষ্ট্র, মালব, গুজরাট এবং পূর্বে বাংলাদেশের উপর পুনঃ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদ সংস্কার তার স্মরণীয় কাজ।