গুপ্ত শাসনব্যবস্থার বৈশিষ্ট্য গুলি লেখো?

Question

Answer ( 1 )

    0
    2023-02-10T21:40:57+05:30

    গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি হল –

    (1) গুপ্ত শাসনব্যবস্থা ছিল বিকেন্দ্রীক শাসন ব্যবস্থা।

    (2) রাজায় ছিলেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী এবং দৈবশক্তিতে বিশ্বাসী ও বংশানুক্রমিক।

    (3) শাসন কার্যের সুবিধার জন্য মন্ত্রী পরিষদ ও মন্ত্রীর উল্লেখ পাওয়া যায়।

    (4) শাসন কার্য সুষ্ঠ পরিচালনার জন্য সামরিক বেসামরিক উচ্চ পদস্থ কর্মচারী ছিল।

    (5) কেন্দ্রীয় শাসনের সঙ্গে প্রাদেশিক শাসন ব্যবস্থা বলবৎ ছিল।

    (6) স্থানীয় স্বায়ত শাসনের যথেষ্ট গুরুত্ব ছিল। এটি ছিল গুপ্ত শাসনব্যবস্থার প্রান্তিক পর্যায়।

    Best answer

Leave an answer