গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যুক্তিযুক্ত কি?

Question

Answer ( 1 )

    0
    2023-02-10T21:36:03+05:30

    প্রচলিত ধারণা অনুসারে গুপ্ত যুগ প্রাচীন ভারতের ইতিহাসের চরম পর্যায় বা সুবর্ণ যুগ নামে পরিচিত করা হয়। কিন্তু এই ধারণা সর্বতোভাবে সত্য নয় কারণ এই যুগে সাংস্কৃতিক উৎকর্ষ অভাবনীয় ছিল সত্য কিন্তু সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতির ধারায় কিছু কিছু নেতিবাচক দিক দেখা যায়। যেমন সমাজ ব্যবস্থায় বর্ণভেদের কঠোরতা বৃদ্ধি, নারীর সম্মান হ্রাস ও সামন্তপ্রথার উত্থান, ভূমিদাস প্রথার বিকাশ, শুদ্রদের অবস্থার চরম অবনতি। অন্যদিকে অর্থনীতি ক্ষেত্রে বাণিজ্যিক বিকাশ ও ব্যাহত হয়েছিল। তাই এই যুগে সুবর্ণ যুগ বলা সম্পূর্ণ ঠিক নয়।

    Best answer

Leave an answer