(1) সমুদ্রগুপ্ত সমগ্র ভারতে এক সার্বভৌম রাজ শক্তি প্রতিষ্ঠা করেছিলেন।, (2) সামরিক প্রতিভার সঙ্গে তিনি কূটনীতি জ্ঞানের পরিচয় দিয়েছিলেন।, (3) তিনি একধারে বিদ্যতসাহী, সুকবি, সুদক্ষ শাসক ও সঙ্গীতজ্ঞ ছিলেন।, (4) ধর্মের দিক দিয়ে তিনি ছিলেন উদার। কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও সুশাসক হিসেবে সমুদ্রগুপ্ত ভারতের ইতিহাসে স্মরণীয়। এই কারণেই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়।
Answer ( 1 )
(1) সমুদ্রগুপ্ত সমগ্র ভারতে এক সার্বভৌম রাজ শক্তি প্রতিষ্ঠা করেছিলেন।, (2) সামরিক প্রতিভার সঙ্গে তিনি কূটনীতি জ্ঞানের পরিচয় দিয়েছিলেন।, (3) তিনি একধারে বিদ্যতসাহী, সুকবি, সুদক্ষ শাসক ও সঙ্গীতজ্ঞ ছিলেন।, (4) ধর্মের দিক দিয়ে তিনি ছিলেন উদার। কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও সুশাসক হিসেবে সমুদ্রগুপ্ত ভারতের ইতিহাসে স্মরণীয়। এই কারণেই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়।