(1) বিশাল সাম্রাজ্য তার ফলে অর্থনৈতিক বিপর্যয় প্রবলরূপে হয়ে দেখা দিয়েছিল।
(2) স্কন্দগুপ্তের পর সুযোগ্য উত্তরাধিকারীর অভাব।
(3) পর্যাক্রমে পুশ্যমিত্র ও হুন জাতির আক্রমণ।
(4) বৌদ্ধ ধর্মের প্রতি পরবর্তী গুপ্তরাজাদের অনুরাধ।
(5) গুপ্ত সাম্রাজ্যের সামরিক শক্তির অবক্ষয়।
(6) রোম বার্লিন বাণিজ্যের অবনতির ফলে গুপ্ত অর্থনীতি ভেঙে পড়ে।
(7) গুপ্ত রাজাদের রাজত্বের মধ্যমপর্বে সামন্তপ্রথা উদ্ভব ঘটে, যার ফলে রাজ শক্তির বিরুদ্ধে বিদ্রোহের অসনিসংকেত দেখা দেয় এই সকল কারণের ফলেই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল।
Answer ( 1 )
গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি হল –
(1) বিশাল সাম্রাজ্য তার ফলে অর্থনৈতিক বিপর্যয় প্রবলরূপে হয়ে দেখা দিয়েছিল।
(2) স্কন্দগুপ্তের পর সুযোগ্য উত্তরাধিকারীর অভাব।
(3) পর্যাক্রমে পুশ্যমিত্র ও হুন জাতির আক্রমণ।
(4) বৌদ্ধ ধর্মের প্রতি পরবর্তী গুপ্তরাজাদের অনুরাধ।
(5) গুপ্ত সাম্রাজ্যের সামরিক শক্তির অবক্ষয়।
(6) রোম বার্লিন বাণিজ্যের অবনতির ফলে গুপ্ত অর্থনীতি ভেঙে পড়ে।
(7) গুপ্ত রাজাদের রাজত্বের মধ্যমপর্বে সামন্তপ্রথা উদ্ভব ঘটে, যার ফলে রাজ শক্তির বিরুদ্ধে বিদ্রোহের অসনিসংকেত দেখা দেয় এই সকল কারণের ফলেই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল।