গৌড়ের শেষ স্বাধীন নৃপতি শশাঙ্কের মৃত্যুর (৬৩৭ খ্রিঃ) পর তাঁর পুত্র মানবদের মাত্র ৫ মাস ১৭ দিন রাজত্ব করেছিলন। তারপর প্রায়ই ১০০ বছর ধরে বাংলাতে কোন শাসক না থাকায় নিয়ম-শৃঙ্খলা ও স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। এই রাজনৈতিক অরাজকতা বা নৈরাজ্যকে বৌদ্ধ পণ্ডিত লামা তারানাথ মাৎস্যন্যায় বলে চিহ্নিত করেছেন। বৌদ্ধ গ্রন্থ ‘আর্যঞ্জুশ্রীমূলকল্প’ তে ভঙ্গ করে এই শাসনহীন নৈরাজ্যকে গৌড়তন্ত্র অর্থাৎ এটাই গৌড়ের সাংবিধানিক রীতিনীতি বলে উল্লেখ করা হয়।
Answer ( 1 )
গৌড়ের শেষ স্বাধীন নৃপতি শশাঙ্কের মৃত্যুর (৬৩৭ খ্রিঃ) পর তাঁর পুত্র মানবদের মাত্র ৫ মাস ১৭ দিন রাজত্ব করেছিলন। তারপর প্রায়ই ১০০ বছর ধরে বাংলাতে কোন শাসক না থাকায় নিয়ম-শৃঙ্খলা ও স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। এই রাজনৈতিক অরাজকতা বা নৈরাজ্যকে বৌদ্ধ পণ্ডিত লামা তারানাথ মাৎস্যন্যায় বলে চিহ্নিত করেছেন। বৌদ্ধ গ্রন্থ ‘আর্যঞ্জুশ্রীমূলকল্প’ তে ভঙ্গ করে এই শাসনহীন নৈরাজ্যকে গৌড়তন্ত্র অর্থাৎ এটাই গৌড়ের সাংবিধানিক রীতিনীতি বলে উল্লেখ করা হয়।