দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কি জানা যায়?

Question

Answer ( 1 )

    0
    2023-02-06T21:34:16+05:30

    দ্বিতীয় চন্দ্রগুপ্ত (৩৭৫-৪১৫) : সাঁচি ও মথুরা লিপি থেকে জানা যায়, ৩৭০ খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন এবং ৪০ বছর রাজত্বের পর ৪১৫ খ্রিঃ মারা যান। এরাণ শিলালিপি, বিদিশা লিপি ও বিশাখা দত্তের ‘দেবীচন্দ্রগুপ্তম্’ নাটক থেকে জানা যায়, সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার জেষ্ঠ্য ভ্রাতা রামগুপ্ত সিংহাসনে বসলেও শকদের সঙ্গে অপমানজনক সন্ধি স্বাক্ষরের অপরাধে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই শক শাসক ও রামগুপ্তকে হত্যা করে সিংহাসন লাভ করেন এবং রামগুপ্তের বিধবা পত্নী ধ্রুপদেবীকে বিবাহ করেন।

    Best answer

Leave an answer