তুং চি পুনঃপ্রতিষ্ঠা বলতে কি বোঝো?

Question

Answer ( 1 )

    0
    2023-02-04T07:59:25+05:30

    নাবালক সম্রাট তুং চি-র রাজত্বকালে ১৮৬১-৭৮ সাময়ে কনফুসীয় নীতি ভিত্তিক শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন, বৈদেশিক শক্তিগুলির সঙ্গে শান্তি স্থাপন ও পাশ্চাত্য ধাঁচে সামরিক বাহিনীর সংগঠনের মাধ্যমে রাজশক্তিকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করে তোলার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তা পরিচিত তুং চি পুনঃপ্রতিষ্ঠা নামে। এর প্রধান উদ্যোক্তা ছিলেন রাজকুমার কুং।

    Best answer

Leave an answer