পুষ্যমিত্র মৌর্যরাজা বৃহদ্রথের সেনাপতি। তিনি কাশ্যপ গোত্রীয় গুঙ্গ বংশীয় ছিলেন। পরবর্তী সময়ে বৃহদ্রথকে হত্যা করে রাজা হন। তিনি গ্রিকদের পরাজিত করেন এবং দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত রাজত্বের সীমানা বৃদ্ধি করেন। তিনি দুইবার অশ্বমেঘ যজ্ঞ করেছিলেন। পাটলিপুত্র অযোধ্যা এবং বিদিশা তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বৌদ্ধ লেখকরা তাঁকে বিদ্বেষি বলে পরিচিত করেছেন। আনুমানিক ১৮৭ – ১৫১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় ৩৬ বছর রাজত্ব করেছিলেন।
Answer ( 1 )
পুষ্যমিত্র মৌর্যরাজা বৃহদ্রথের সেনাপতি। তিনি কাশ্যপ গোত্রীয় গুঙ্গ বংশীয় ছিলেন। পরবর্তী সময়ে বৃহদ্রথকে হত্যা করে রাজা হন। তিনি গ্রিকদের পরাজিত করেন এবং দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত রাজত্বের সীমানা বৃদ্ধি করেন। তিনি দুইবার অশ্বমেঘ যজ্ঞ করেছিলেন। পাটলিপুত্র অযোধ্যা এবং বিদিশা তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বৌদ্ধ লেখকরা তাঁকে বিদ্বেষি বলে পরিচিত করেছেন। আনুমানিক ১৮৭ – ১৫১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় ৩৬ বছর রাজত্ব করেছিলেন।