ভাগবত বা বাসুদেবক সম্প্রদায় কৃষ্ণের উপাসক ছিলেন। এই চরিত্রটি কাল্পনিক চরিত্র নয়। এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। যদু বা যাদব গোষ্ঠীর সাত্ত্বত শাখায় তার জন্ম। ছান্দোগ্য ঔপনিষদে তিনি একজন শিক্ষার্থীর রুপে বর্ণিত আছেন। দান, অহিংসা ও সত্যবাদিতা সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। কালক্রমে তিনি এক কুশলী রাজনীতি বিদরূপে প্রতিষ্ঠিত হন পরবর্তীকালে তিনি জনসমাজের দেবতা জ্ঞানে পূজিত হন এবং ভাগবত সম্প্রদায়ের সৃষ্টি করেন।
Answer ( 1 )
ভাগবত বা বাসুদেবক সম্প্রদায় কৃষ্ণের উপাসক ছিলেন। এই চরিত্রটি কাল্পনিক চরিত্র নয়। এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। যদু বা যাদব গোষ্ঠীর সাত্ত্বত শাখায় তার জন্ম। ছান্দোগ্য ঔপনিষদে তিনি একজন শিক্ষার্থীর রুপে বর্ণিত আছেন। দান, অহিংসা ও সত্যবাদিতা সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। কালক্রমে তিনি এক কুশলী রাজনীতি বিদরূপে প্রতিষ্ঠিত হন পরবর্তীকালে তিনি জনসমাজের দেবতা জ্ঞানে পূজিত হন এবং ভাগবত সম্প্রদায়ের সৃষ্টি করেন।