অশোক আপাত দৃষ্টিতে প্রজাকল্যাণকর, প্রজাহিতৈষী ও মানবতাবাদের মূত প্রতীক ছিলেন। তিনি জন কল্যাণের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্রিয় ছিলেন। অশোক রাষ্ট্রধর্ম রক্ষা করতে গিয়ে যে যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা প্রজাকল্যাণেরই নামান্তর ছিল। সেই কারণেই তাকে প্রজাকল্যাণকর শাসক বলা অযৌক্তিক নয়।
Answer ( 1 )
অশোক আপাত দৃষ্টিতে প্রজাকল্যাণকর, প্রজাহিতৈষী ও মানবতাবাদের মূত প্রতীক ছিলেন। তিনি জন কল্যাণের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্রিয় ছিলেন। অশোক রাষ্ট্রধর্ম রক্ষা করতে গিয়ে যে যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা প্রজাকল্যাণেরই নামান্তর ছিল। সেই কারণেই তাকে প্রজাকল্যাণকর শাসক বলা অযৌক্তিক নয়।