কলিঙ্গ যুদ্ধ ভারতের ইতিহাসে স্মরণীয় ঘটনা। এই যুদ্ধের ফলে অশোক তাঁর পররাজ্য গ্রহণ নীতি পরিত্যাগ করেন। এর পরিবর্তে (১) সাম্য, মৈত্রী, সামাজিক অগ্রগতি ও ধর্মপ্রচারের যুগ শুরু হয়।
(২) অশোক নিজে মৈত্রী ও অহিংসার মূর্ত প্রতীক হয়ে ওঠেন।
(৩) যুদ্ধক্ষেত্রে হত্যালীলা ও কলিঙ্গবাসীর অপরিসীম দুর্দশা অশোকের মনে গভীর অনুশোচনার সৃষ্টি করে। এই কারণে মনের শান্তির জন্য তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে উপগুপ্ত নামে এক সন্ন্যাসীর নিকট হতে বৌদ্ধধর্মে দীক্ষিত হন।
(৪) অশোকই সর্বপ্রথম রাজকীয় কর্তব্যের প্রজাদের প্রতি ঋণ পরিশোধ হিসাবে গ্রহণ করেন।
(৫) রাজার নিরঙ্কুশ ক্ষমতা ও আমলাতন্ত্রের অনুকূলে পরিচালিত রাষ্ট্রব্যবস্থার আংশিক অবসান ঘটিয়েছিল এই যুদ্ধের পরবর্তীকালে।
Answer ( 1 )
কলিঙ্গ যুদ্ধ ভারতের ইতিহাসে স্মরণীয় ঘটনা। এই যুদ্ধের ফলে অশোক তাঁর পররাজ্য গ্রহণ নীতি পরিত্যাগ করেন। এর পরিবর্তে (১) সাম্য, মৈত্রী, সামাজিক অগ্রগতি ও ধর্মপ্রচারের যুগ শুরু হয়।
(২) অশোক নিজে মৈত্রী ও অহিংসার মূর্ত প্রতীক হয়ে ওঠেন।
(৩) যুদ্ধক্ষেত্রে হত্যালীলা ও কলিঙ্গবাসীর অপরিসীম দুর্দশা অশোকের মনে গভীর অনুশোচনার সৃষ্টি করে। এই কারণে মনের শান্তির জন্য তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে উপগুপ্ত নামে এক সন্ন্যাসীর নিকট হতে বৌদ্ধধর্মে দীক্ষিত হন।
(৪) অশোকই সর্বপ্রথম রাজকীয় কর্তব্যের প্রজাদের প্রতি ঋণ পরিশোধ হিসাবে গ্রহণ করেন।
(৫) রাজার নিরঙ্কুশ ক্ষমতা ও আমলাতন্ত্রের অনুকূলে পরিচালিত রাষ্ট্রব্যবস্থার আংশিক অবসান ঘটিয়েছিল এই যুদ্ধের পরবর্তীকালে।