অশোকের “ধর্ম” কি বৌদ্ধ ধর্ম ছিল? অথবা, অশোকের ধর্ম বলতে কী বোঝায়?

Question

Answer ( 1 )

    0
    2023-02-02T20:31:07+05:30

    বৌদ্ধ ধর্মের প্রতি অশোক শ্রদ্ধাশীল ছিলেন। কিন্তু অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম কিনা এই প্রশ্ন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। অশোকের ধর্মনীতির সঙ্গে বৌদ্ধ অন্য ধর্মের বহু সাদৃশ্য আছে। এই প্রসঙ্গে ফ্লিটের মতে অশোকের ধর্ম ছিল সর্বতোভাবে নীতিমূলক। রিজ ডেভিড এর মতে অশোকের অশোকের ধর্মকে কোন একটি বিশিষ্ট ধর্ম না বলে কর্তব্য কর্মের নীতি বলাই সমীচীন। অর্থাৎ অশোক বৌদ্ধধর্মে দীক্ষিত হলেও তাঁর প্রচারিত ধর্ম বৌদ্ধধর্ম অপেক্ষা অধিকতর উদার ও মানবধর্মী ছিল। অশোকের ধর্মের লক্ষ্য ছিল মানুষের মনে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা ও মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা। তিনি বৌদ্ধধর্মের বিধান সম্বন্ধেও নীরব নির্বাণ লাভ সম্বন্ধেও নীরব। তাই অশোকের ধর্ম ছিল নিজস্ব ও স্বকীয় ভাবনার প্রতিফলন।

    Best answer

Leave an answer