কৌটিল্য চাণক্য নামেও পরিচিত। তাঁর কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য ভারত ইতিহাসে “ম্যাকিয়াভেলি” নামে পরিচিত। ইতিহাসের দুইটি কারণে তিনি স্মরণীয় – (১) চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রীর রূপে, (২) অর্থশাস্ত্রের রচয়িতা রূপে। বিষ্ণুগুপ্ত নামে পরিচিত এবং প্রথম জীবনে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
Answer ( 1 )
কৌটিল্য চাণক্য নামেও পরিচিত। তাঁর কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য ভারত ইতিহাসে “ম্যাকিয়াভেলি” নামে পরিচিত। ইতিহাসের দুইটি কারণে তিনি স্মরণীয় – (১) চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রীর রূপে, (২) অর্থশাস্ত্রের রচয়িতা রূপে। বিষ্ণুগুপ্ত নামে পরিচিত এবং প্রথম জীবনে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।