শকদের বিভিন্ন শাখার নাম লেখ। কোন শাখা কোথায় শাসন করত?

Question

Answer ( 1 )

    0
    2023-02-01T15:26:37+05:30

    অজেসের পর অজিলিস, দ্বিতীয় অজেস প্রমুখ ক্ষত্রপ ও মহাক্ষত্রপ উপাধি ধারণ করতেন। শকদের এদেশে মোট পাঁচটি শাখা ছিল। তার মধ্যে ক্ষহরত ও কার্দামক শাখা বিশেষ বিখ্যাত। মথুরার রাজুভুল নামে এক শক শাসক ছিলেন। তবে ক্ষহরত শাখার প্রধান নহপান সৌরাষ্ট্র, কাথিয়াবাড় ও মহারাষ্ট্রের বিশাল অঞ্চলের অধিপতি ছিলেন। নহপালের রাজধানী ছিল নাসিক।

    Best answer

Leave an answer