বাড়িতে ব্যবহৃত তারের উপর বিভিন্ন আস্তরণ দেওয়া থাকে কেন? এরা কি ধরনের পদার্থ? বিভিন্ন রঙের আস্তরণ হয় কেন?

Question

Answer ( 1 )

    0
    2023-02-01T08:01:18+05:30

    যাতে বৈদ্যুতিক তারের সঙ্গে অন্য বস্তুর বা মানুষের সরাসরি সংযোগ না হয় তাই PVC (পলিভিনাইল ক্লোরাইড) পলিমারের আস্তরণ দেওয়া থাকে।

    PVC অন্তরক পদার্থ কারণ এগুলি তড়িৎ এর কুপরিবাহী। এটি ব্যবহারের ফলে শক্ লাগার ভয় থাকে না।

    তারের রং দেখে বোঝা যায় সেটি বৈদ্যুতিক লাইনে কি হিসেবে ব্যবহৃত হয় – (১) লাল তার – লাইভ তার, (২) কালো তার – নিউট্রাল তার, (৩) সবুজ তার – আর্থিং তার।

    Best answer

Leave an answer