খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বণিক, শিল্প ও কারিগরের বৃত্তিমূলক সংগঠন গঠন করে নিজেদের সুগঠিত ও সংবদ্ধ করেন। এক একটি স্থানে একটি শিল্প বা বাণিজ্যকে কেন্দ্র করে একটি বণিক ও শিল্পী সংগঠন করে উঠেছিল। এই সংগঠনগুলিকে সাধারণভাবে শ্রেণী, পূর্স, গণ বা সংঘ বলা হত।
প্রতিটি সংগঠনের সভাপতি কে প্রমুখ বা জ্যোষ্ঠক বলা হত এবং বণিক সংগঠনের প্রধান কে শ্রেষ্টী বলা হত। সংগঠনগুলি ছিল স্ব-শাসিত সংস্থা এবং কখনও কখনও ব্যক্তির কাজ করত।
Answer ( 1 )
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বণিক, শিল্প ও কারিগরের বৃত্তিমূলক সংগঠন গঠন করে নিজেদের সুগঠিত ও সংবদ্ধ করেন। এক একটি স্থানে একটি শিল্প বা বাণিজ্যকে কেন্দ্র করে একটি বণিক ও শিল্পী সংগঠন করে উঠেছিল। এই সংগঠনগুলিকে সাধারণভাবে শ্রেণী, পূর্স, গণ বা সংঘ বলা হত।
প্রতিটি সংগঠনের সভাপতি কে প্রমুখ বা জ্যোষ্ঠক বলা হত এবং বণিক সংগঠনের প্রধান কে শ্রেষ্টী বলা হত। সংগঠনগুলি ছিল স্ব-শাসিত সংস্থা এবং কখনও কখনও ব্যক্তির কাজ করত।