কেউ কেউ বলেন অশোকের শান্তিকামি নীতি তথা ধর্ম বিজয়নীতি সেনাবাহিনীকে অলস করে তুলেছিল। ফলে বৈদেশিক আক্রমণ বাড়তে থাকলে পরবর্তীকালে তার মোকাবিলা কঠিন হয়ে পড়ে। ডঃ রোমিলা থাপার অশোককে মোটেই শান্তি কামি বলতে চাননি। তার মনে হয় আর্থসামাজিক কারণই মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে, অশোকের অতিরিক্ত ব্রাহ্মণ বিরোধী নীতি ও ব্রাহ্মণদের বিরুদ্ধে ‘দণ্ডসমতা’, ‘ব্যবহার সমতা’ নীতি গ্রহণ ও ধর্ম মহামাত্র নামে কর্মচারী নিয়োগ বিপর্যয় এনেছিল। কারণ ব্রাহ্মণদের ক্রমাগত প্রতিক্রিয়া সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করেছিল। কিন্তু ড. আর. সি. মজুমদার বলেছেন, অশোক ‘ব্রাহ্মণ কেন, কোন সম্প্রদায়কে বঞ্চিত করেননি। বরং তিনি সাম্যের আদর্শে শাসন নীতি গড়ে তুলেছিল।
Answer ( 1 )
কেউ কেউ বলেন অশোকের শান্তিকামি নীতি তথা ধর্ম বিজয়নীতি সেনাবাহিনীকে অলস করে তুলেছিল। ফলে বৈদেশিক আক্রমণ বাড়তে থাকলে পরবর্তীকালে তার মোকাবিলা কঠিন হয়ে পড়ে। ডঃ রোমিলা থাপার অশোককে মোটেই শান্তি কামি বলতে চাননি। তার মনে হয় আর্থসামাজিক কারণই মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে, অশোকের অতিরিক্ত ব্রাহ্মণ বিরোধী নীতি ও ব্রাহ্মণদের বিরুদ্ধে ‘দণ্ডসমতা’, ‘ব্যবহার সমতা’ নীতি গ্রহণ ও ধর্ম মহামাত্র নামে কর্মচারী নিয়োগ বিপর্যয় এনেছিল। কারণ ব্রাহ্মণদের ক্রমাগত প্রতিক্রিয়া সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করেছিল। কিন্তু ড. আর. সি. মজুমদার বলেছেন, অশোক ‘ব্রাহ্মণ কেন, কোন সম্প্রদায়কে বঞ্চিত করেননি। বরং তিনি সাম্যের আদর্শে শাসন নীতি গড়ে তুলেছিল।