মধ্য-এশিয়ার মোঙ্গলিয়ার আদি বাসিন্দা দুর্ধর্ষ উপজাতি গোষ্ঠীর বাসিন্দারা মোঙ্গল নামে পরিচিত। তেমুচিন বা চেঙ্গিজ খাঁ এখানকার বিভিন্ন উপজাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেন। পরবর্তীকালে মোঙ্গল বীর বাবর ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা মোঘল সাম্রাজ্য নামে পরিচিত।
Answer ( 1 )
মধ্য-এশিয়ার মোঙ্গলিয়ার আদি বাসিন্দা দুর্ধর্ষ উপজাতি গোষ্ঠীর বাসিন্দারা মোঙ্গল নামে পরিচিত। তেমুচিন বা চেঙ্গিজ খাঁ এখানকার বিভিন্ন উপজাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেন। পরবর্তীকালে মোঙ্গল বীর বাবর ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা মোঘল সাম্রাজ্য নামে পরিচিত।