ক্যান্টন বাণিজ্য কথায় চিনারা Closed door policy বা রুদ্ধদ্বার নীতি অনুসরণ করেছিল। এর মাধ্যমে বিদেশি বণিকদের বাণিজ্যের বাধার সৃষ্টি করা হতো। যেমন কোন বিদেশি জাহাজকে Bogne এ প্রবেশ করতে দেওয়া হতো না। বাণিজ্যের শেষে বিদেশি বণিকদের ক্যান্টন ছেড়ে অন্যত্র চলে যেতে হতো। বিদেশি বণিকদের সাথে চিনেদের এই বাণিজ্যিক কঠোরতাকে চিনে রুদ্ধদ্বার নীতি বা Closed door policy বলা হতো।
Answer ( 1 )
ক্যান্টন বাণিজ্য কথায় চিনারা Closed door policy বা রুদ্ধদ্বার নীতি অনুসরণ করেছিল। এর মাধ্যমে বিদেশি বণিকদের বাণিজ্যের বাধার সৃষ্টি করা হতো। যেমন কোন বিদেশি জাহাজকে Bogne এ প্রবেশ করতে দেওয়া হতো না। বাণিজ্যের শেষে বিদেশি বণিকদের ক্যান্টন ছেড়ে অন্যত্র চলে যেতে হতো। বিদেশি বণিকদের সাথে চিনেদের এই বাণিজ্যিক কঠোরতাকে চিনে রুদ্ধদ্বার নীতি বা Closed door policy বলা হতো।