লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের সময়, প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে। ফলে যখন আপতিত রশ্মি 90° কোণে আপতিত হয়, তখনও প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে 90°-এর কম কোণ উৎপন্ন করে। সেজন্য কখনই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ...
Continue readingআলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে অভ্যন্তরীণ কথাটির তাৎপর্য কী?
আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের বিভেদতলে আপতিত হয়ে প্রতিফলিত হয় এবং আবার ঘন মাধ্যমেই ফিরে আসে। যেহেতু এই প্রতিফলন ঘন মাধ্যমের অভ্যন্তরেই ঘটে, তাই এই প্রকার প্রতিফলনকে বোঝানোর ...
Continue readingঅভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে?
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোকরশ্মি ঘন মাধ্যমে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলে তা দুটি মাধ্যমের বিভেদতল থেকে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে একে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে।
Continue readingঅভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি লেখো।
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত আভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলি হল—1. আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আপতিত হতে হবে।2. ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি
Continue readingপ্রতিসরাঙ্কের সাপেক্ষে ঘন মাধ্যম ও লঘু মাধ্যম কাকে বলে ?
প্রতিসরাঙ্কের সাপেক্ষে ঘন মাধ্যম ও লঘু মাধ্যম দুটি মাধ্যমের মধ্যে, যে মাধ্যমের প্রতিসরাঙ্কের মান বেশি, সেটি ঘন মাধ্যম এবং যে মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কম সেটিকে লঘু মাধ্যম বলে।
Continue readingপরম প্রতিসরাঙ্ক কাকে বলে?
পরম প্রতিসরাঙ্ক শূন্যমাধ্যম সাপেক্ষে যে কোনো আলোকীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে ঐ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। যেহেতু প্রতিসরাঙ্ক দুটি সমজাতীয় রাশির অনুপাত, সেজন্য ইহা একক বিহীন একটি রাশি।মনে রেখো বায়ুমাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 1.00029, যা প্রায় শূন্যমাধ্যমের পরম ...
Continue readingআপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে ?
আপেক্ষিক প্রতিসরাঙ্ক দুটি আলোকীয় মাধ্যমের যে কোনো একটির সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। যেমন— a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরাঙ্ক' aµb ।
Continue readingপ্রতিসরণের সূত্রগুলি লেখো।
প্রতিসরণের সূত্র 1. আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।2. দুটি নির্দিষ্ট মাধ্যমে এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন (sine) ও প্রতিসরণ কোণের সাইন (sine)-এর অনুপাত ...
Continue readingআলোকের প্রতিসরণ কাকে বলে ? চিত্র দাও।
আলোকের প্রতিসরণ আলোকরশ্মি কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে ভিন্ন আলোকীয় ঘনত্বের অন্য কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে তির্যকভাবে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় ওর গতির অভিমুখ পরিবর্তিত হয়। দ্বিতীয় মাধ্যমে আলোকরশ্মির এরূপ পথ ...
Continue readingআলোকীয় লঘুতর ও ঘনতর মাধ্যম কাকে বলে ?
আলোকীয় লঘুতর ও ঘনতর মাধ্যম কোনো মাধ্যমে আলোর বেগ অপর মাধ্যমের চেয়ে বেশি হলে, প্রথম মাধ্যমকে দ্বিতীয় মাধ্যমের তুলনায় লঘুতর মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যমকে প্রথম মাধ্যমের তুলনায় ঘনতর মাধ্যম বলে।
Continue reading