ভ্যাসেকটমি ও ক্যাস্ট্রেশন যে পদ্ধতিতে শুক্রনালি কেটে বাদ দেওয়া হয়, তাকে ব্যাসেকটমি বলে। অপরপক্ষে শুক্রথলি থেকে শুক্রাশয় দুটিকে বের করে দেওয়ার পদ্ধতিকে ক্যাস্ট্রেশন বলে।
Continue readingকমিউনিটি হেলথ এডুকেশন কী?
কমিউনিটি হেলথ এডুকেশন কমিউনিটি হেলথ এডুকেশন একটি শিক্ষানির্ভর পদ্ধতি যার সাহায্যে রোগ প্রতিরোধ করে মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটানা সম্ভব হয়।
Continue readingপরিবার পরিকল্পনা কাকে বলে?
পরিবার পরিকল্পনা প্রতিটি দম্পতি নিজেদের সম্মতিতে নিজস্ব জ্ঞানের ওপর ভিত্তি করে। যৌথবাবে পরিবারের এবং দেশের সার্বিক মঙ্গলের জন্য যে পরিকল্পনা গ্রহণ করে, তাকেই পরিবার পরিকল্পনা বলে।
Continue readingনন কমিউনিকেবল বা অসংক্রামক রোগ কাকে বলে?
নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগ যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল এক ব্যক্তির দেহেই সীমাবদ্ধ থাকে, সেইসব রোগকে নন কমিউনিকেবল ডিজিজ বলে। যেমন— ক্যানসার, ছানিপড়া, মধুমেহ, বেরিবেরি, গয়টার, হৃদরোগ প্রভৃতি।
Continue readingকমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক রোগ কাকে বলে?
কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক রোগ যেসব রোগ সহজেই এক দেহ থেকে অন্য দেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ ঘটায়, তাদের কমিউনিকেবল ডিজিজ বলে। যেমন—AIDS, গনোরিয়া, কালাজ্বর ইত্যাদি।
Continue readingকাম্য জনসংখ্যা কী?
কাম্য জনসংখ্যা যদি কোনো দেশের ওই দেশের সম্পদের জোগানের সঙ্গে সমতাপূর্ণ বা সমানুপাতিক হয়, তখন তাকে কাম্য জনসংখ্যা বলে।
Continue readingস্বল্প জনসংখ্যা কী?
স্বল্প জনসংখ্যা যদি কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় ওই দেশের জনসংখ্যা কম হয়, তখন তাকে জনবিরলতা বা স্বল্প জনসংখ্যা বলে।
Continue readingস্থিতিশীল জনসংখ্যা বা শূন্য জনসংখ্যা কাকে বলে?
স্থিতিশীল জনসংখ্যা বা শূন্য জনসংখ্যা যখন কোনো পপুলেশনের জন্মহার ও মৃত্যুহার সমান হয়, অর্থাৎ পপুলেশনের সদস্য সংখ্যা অপরিবর্তিত অবস্থায় থাকে, তখন সেই জনসংখ্যাকে স্থিতিশীল জনসংখ্যা বা শূন্য জনসংখ্যা বলে।
Continue readingজনঘনত্ব কাকে বলে?
জনঘনত্ব কোনা স্থানের নির্দিষ্ট অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই নির্দিষ্ট স্থানের জমির আয়তন দিয়ে ভাগ করলে, তাকে জনঘনত্ব বলে।জনঘনত্ব
Continue readingআপেক্ষিক অতিপ্ৰজতা কী?
আপেক্ষিক অতিপ্ৰজতা খন কোনো দেশের সম্পদ আহরণ ব্যবস্থা ও উন্নতির যথেষ্ট সম্ভাবনা সত্ত্বেও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তার কোনো সামঞ্জস্যতা থাকে না, তখন তাকে আপেক্ষিক অতিপ্ৰজতা বলে।
Continue reading