পশ্চিমবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাগুলিকে একসঙ্গে উত্তরবঙ্গ বলা হয়। তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোৰ্যা, সঙ্কোশ, রায়ডাক, কালজানি, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন প্রভৃতি নদীগুলো হল এই অঞ্চলের প্রধান নদী। উত্তরবঙ্গের বিভিন্ন নদনদীর বৈশিষ্ট্য (১) উত্তরবঙ্গের প্রায় প্রতিটি ...
Continue readingপশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভৌগোলিক ভাগগুলোর নাম কর।
পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভৌগোলিক ভাগ উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চলকে বাদ দিলে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানই সমভূমির অন্তর্গত। নদীবাহিত পলি সঞ্জয়ের ফলে এই অঞ্চলটি গড়ে উঠেছে।ভূ-প্রকৃতিগত পার্থক্য অনুসারে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, ...
Continue readingগঠন অনুযায়ী গাঙ্গেয় বদ্বীপকে বিভিন্ন ভাগে ভাগ কর।
গাঙ্গেয় বদ্বীপের বিভিন্ন ভাগ ভূমির গঠন ও নদনদীর প্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে গাঙ্গেয় বদ্বীপকে তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন :মুমূর্ষু বদ্বীপ পরিণত বদ্বীপ সক্রিয় বদ্বীপ।(1) মুমূর্ষু বদ্বীপ নদীয়া ও মুর্শিদাবাদ জেলার এই বদ্বীপ অংশে ...
Continue readingপশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদনদীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।গুলি উল্লেখ কর।
সক্রিয় বদ্বীপ অঞ্চল বলতে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত সুন্দরবন অঞ্চলকেই বোঝায়। সুন্দরবন, অর্থাৎ পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের প্রধান নদনদীগুলির মধ্যে বিদ্যাধরী, পিয়ালী, মাতলা, গোসাবা, ইছামতী, সপ্তমুখী, ঠাকুরূণ, হাড়িয়াভাঙা, রায়মঙ্গল, কালিন্দী প্রভৃতি নদী প্রধান। এই নদীগুলোর সঙ্গে উত্তর থেকে বয়ে আসা ...
Continue readingপশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের নদনদীর বৈশিষ্ট্য উল্লেখ কর।
পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের নদনদীগুলোর মধ্যে অজয়, ময়ূরাক্ষী, দামোদর, সুবর্ণরেখা, ব্রাক্মণী, কোপাই, দ্বারকেশ্বর, শিলাই রূপনারায়ণ, কাঁসাই, কেলেঘাই, হলদি প্রভৃতি নদী উল্লেখযোগ্য। এইসব নদীগুলোর প্রত্যেকটিই ভাগীরথী-হুগলি নদীর ডান তীরের নদী এবং এরা পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, হাওড়া এবং হুগলি ...
Continue readingহার্ডওয়্যার এর কাজ বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা তাৎপর্য্য ব্যাখ্যা কর।
হার্ডওয়্যার এর কাজ বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা বিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যে বিশাল উন্নতি ঘটেছে তার ফল স্বরূপ এই Hardware প্রযুক্তি Hardware প্রযুক্তি বলতে বিভিন্ন ধরণের শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে থাকে। Hardware ব্যবহারের ফলে শিক্ষা ...
Continue readingহার্ডওয়্যার বলতে কি বোঝ? ইহার বৈশিষ্ট্যগুলি লিখ।
হার্ডওয়্যার শিক্ষাক্ষেত্রে যে সকল যান্ত্রিক বিষয়বস্তু ও যন্ত্রের প্রয়োগ করা হয় তাকেই হার্ডওয়্যার বলে। Davis-র অভিমত, “হার্ডওয়ার দৃষ্টিভঙ্গি হল শিক্ষাবিজ্ঞান ও প্রশিখন সিস্টেমে ভৌত বিজ্ঞানের প্রয়োগ”।Marilon Nickson বলেছেন, “Hardware প্রযুক্তি বিজ্ঞানের অনেকক্ষেত্রেই প্রয়োগ নিয়ে চর্চা করে যাতে ...
Continue readingপরিবেশের উপাদানগুলির বর্ণনা দাও।
সাধারণতঃ মানুষের চারপাশের অবস্থাকে পরিবেশ বলা হয়। আমাদের আশেপাশের আলো, বাতাস, জল, মাটি, গাছপালা, পশুপাশি, জীবজন্তু, ঘরবাড়ী, কল-কারখানা, স্কুল, কলেজ, অফিস, আদালত, নদনদী প্রভৃতি সব নিয়েই পরিবেশ। পরিবেশের উপাদান পরিবেশের উপাদানগুলি প্রায় সবগুলি জীব দেহের উপর প্রভাব বিস্তার ...
Continue readingস্থিতীশীল উন্নয়নের প্রয়োজনীয়তা কী?
স্থিতীশীল উন্নয়নের প্রয়োজনীয়তা মানুষের চাহিদা সীমাহীন। মৌলিক চাহিদাগুলি পূরণ হলে অরও উন্নততর চাহিদা নিবৃত্তির জন্য সচেষ্ট হয়। অর্থনৈতিক উন্নয়নের হার অধিক হলে মানুষ ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আরও বেশি সক্রিয় হয়। এর ফলে বিশ্বের বহুস্থানে নির্বিচারে প্রাকৃতিক ...
Continue readingস্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যসমূহ সম্বন্ধে লেখ।
স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যসমূহ জাতিধর্ম-নির্বিশেষে পৃথিবীর সব মানুষের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণসাধন স্থিতিশীল উন্নয়নের প্রধান উদ্দেশ্য। ব্রান্টল্যান্ড কমিশনের মতে মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য পাঁচটি মূল বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এই বিষয়গুলি হল— (i) সামাজিক ...
Continue reading