ডালটনের পরমাণুবাদের সীমাবদ্ধতা 1. পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখেন যে, পরমাণুকে ভেঙ্গে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন পাওয়া যায়। অর্থাৎ পরমাণু বিভাজ্য।2. আইসোটোপ (+H, H, H) আবিষ্কারের পর দেখা যায় একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর আলাদা হতে পারে।3. কেবলমাত্র ডালটনীয় যৌগের ...
Continue readingনিউক্লিয় বল বলতে কী বোঝো?
নিউক্লিয় বল নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে অনবরত রূপান্তর ঘটে, অর্থাৎ, প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এই রূপান্তরের ফলে নিজেদের মধ্যে এক প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বলের প্রভাবেই নিউক্লিয়াসে সম আধানযুক্ত প্রোটন ...
Continue readingThe most important advantage of using Sub2unlock
Advantage of using Sub2unlock The best advantage of using sub2unlock is convert your visitor into subscriber; and with the rise of social media, what is better than free YouTube subscribers? Okay, you can probably name at ...
Continue readingডালটনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো।
ডালটনের পারমাণবিক তত্ত্ব 1. প্রতিটি পদার্থ অসংখ্য অবিভাজ্য, অতিক্ষুদ্র নিরেট কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণার নাম পরমাণু।2. কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না।3. একই মৌলিক পদার্থের প্রতিটি পরমাণুর ভর, আকার ও ...
Continue readingসুন্দরবন অঞ্চলের ভূ-প্রকৃতি, মৃত্তিকা ও নদনদীর বিবরণ দাও।
সুন্দরবন অঞ্চলের ভূ-প্রকৃতি, মৃত্তিকা ও নদনদী অবসথান ও বিস্তৃতি দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা জেলার সাগর, কাকদ্বীপ, নামখানা, মথুরাপুর, পাথরপ্রতিমা, জয়নগর, কুলতলী, ক্যানিং, বাসন্তী, হাড়োয়া, মীনাখাঁ, সন্দেশখালি, গোসাবা, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ—এই ১৫টি থানা নিয়ে বর্তমানে সুন্দরবন ...
Continue readingপশ্চিমবঙ্গের উপকূলের সমভূমির ভূ-প্রকৃতি ও নদনদীর পরিচয় দাও।
পশ্চিমবঙ্গের উপকূলের সমভূমির ভূ-প্রকৃতি ও নদনদী [১] অবস্থান ও বিস্তৃতি পূর্ব মেদিনীপুর জেলার উপকূলভাগে অবস্থিত এই সমভূমির উত্তর ও পূর্ব সীমা জুড়ে যথাক্রমে ওড়িশা উপকূল খাল ও রসুলপুর নদী অবস্থিত। উপকূলের বালুকাময় সমভূমির পশ্চিমে পশ্চিমবঙ্গের ...
Continue readingপশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি ও নদনদীর বৈশিষ্ট্য বর্ণনা কর।
পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি ও নদনদীর বৈশিষ্ট্য [১] অবস্থান ও বিস্তৃতি পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির পূর্ব সীমানা থেকে গঙ্গার ব-দ্বীপের পশ্চিম সীমানা পর্যন্ত বিস্তৃত, সামান্য ঢেউখেলানো ও পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে যাওয়া বিস্তীর্ণ সমভূমি ...
Continue readingপশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদনদীর বিবরণ দাও।
পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদনদী [১] অবস্থান ও বিস্তৃতি তরাই-ডুয়ার্সের দক্ষিণে অবস্থিত এই অঞ্চলটি গঙ্গানদীর বাঁ-তীর পর্যন্ত বিস্তৃত। জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ, উত্তরের সামান্য অংশ বাদে সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদহ ...
Continue readingপশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদনদীর বিবরণ দাও।
পশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদনদী [১] অবস্থান ও বিস্তৃতি পূর্ব-হিমালয়ের পার্বত্যভূমি থেকে বয়ে আসা মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোর্সা, রায়ডাক প্রভৃতি নদীবাহিত পলি, বালি ও নুড়ি জমে হিমালয়ের পাদদেশের নিচু জমিতে এই তরাই- ...
Continue readingপশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল এর বিবরণ দাও।
পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চলকে বাদ দিলে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানই সমভূমি। পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি নদীবাহিত পলিসঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের সমগ্র সমভূমি অঞ্চলকে ভূ-প্রকৃতিগত পার্থক্যের জন্য নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, যেমন ...
Continue reading