মামুদ পাওয়ান
দিল্লি সুলতানির দুর্বলতার সুযােগে দক্ষিণ ভারতে বাহমনি নামে মুসলিম রাজ্যের উত্থান ঘটে। বহিরাগত মুসলিম মামুদ গাওয়ান ছিলেন এই রাজ্যের সুলতান তৃতীয়। মহম্মদ শাহের (১৪৬৩-১৪৮২ খ্রি.) উজির (প্রধানমন্ত্রী) : দক্ষ সেনাপতি। সুলতান তৃতীয় মহম্মদ শাহ ছিলেন অপদার্থ, মাদকাসক্ত ও নৈতিক চরিত্রহীন ব্যক্তি। তার অযােগ্যতা ও দুর্বলতার সুযােগে মামুদ পাওয়ান রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন।
সাম্রাজ্য বিস্তার
মামুদ গাওয়ানের মন্ত্রীত্বকালে বাহমনি রাজ্যের সর্বাধিক সম্প্রসারণ ঘটে। তিনি দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের চরম প্রতিদ্বন্দ্বী হিন্দু রাজ্য বিজয়নগরকে পরাজিত করে কোন্দাবির, গােয়া বন্দর ও রাজমহেন্দ্র দখল করেন। বিজয়নগর পরাজিত হলে মামুদ গাওয়ান সেখান থেকে প্রচুর ধনসম্পদ, হাতি, ঘােড়া ও দাস-দাসী প্রভৃতি লাভ করেন। এ ছাড়া, কোঙ্কন, আরা, সঙ্গমেশ্বরের খালনা দুর্গ ও উড়িষ্যার কিছু অংশে তিনি বাহমনি সাম্রাজ্য বিস্তৃত করেন। তিনি মালব, গণ্ডােয়ানা প্রভৃতি অঞল অধিকারের চেষ্টা করেন।
Leave a reply
You must login or register to add a new comment .