মাইসেলিয়াম বহুকোশী ছত্রাকের দেহে সুতোর মতো অংশ হাইফিগুলি অধিকাংশ ক্ষেত্রে শাখাপ্রশাখায় বিভক্ত হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে একটি সংগঠন তৈরি করে, একে মাইসেলিয়াম বলে।মাইসেলিয়ামযুক্ত দুটি ছত্রাকের উদাহরণ হল: 1. মিউকর ও 2. পেনিসিলিয়াম।
Continue readingমৃতজীবী জীব কাকে বলে? উদাহরণ দাও।
মৃতজীবী জীব যে-সমস্ত জীব মৃত, পচাগলা জৈব পদার্থের ওপর জন্মায় ও সেখান থেকে জটিল বস্তুকে ভেঙে তরল ও সরল খাদ্য উপাদান শোষণ করে পুষ্ট হয়, তাদের মৃতজীবী বলে।উদাহরণ: ইস্ট, মিউকর, ছত্রাক, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া ইত্যাদি।
Continue readingমিথোজীবিতা কী ? একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
মিথোজীবিতা যখন একটি জীব পোষক দেহের সঙ্গে সহাবস্থানে থাকার মাধ্যমে একে অন্যের অনিষ্ট বা ক্ষতি না করে উভয়েই একইসঙ্গে পুষ্টি সম্পন্ন করে, তখন তাকে মিথোজীবিতা বলে।একটি মিথোজীবী ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম।
Continue readingপরজীবিতা কী ? অণুজীব নয় এমন একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও।
পরজীবিতা খাদ্য ও আশ্রয়ের জন্য যখন একটি জীব অপর কোনো আশ্রয়দাতা জীবের (Host) ওপর নির্ভরশীল থাকে, তখন সেই ঘটনাকে পরজীবিতা বলে, আর ওই জীবগুলিকে পরজীবী বলে।অণুজীব নয় এমন একটি পরজীবী প্রাণী হল— গোলকৃমি
Continue readingছত্রাককে উপকারী শত্রু বলার কারণ কী ?
ছত্রাককে উপকারী শত্রু বলার কারণ পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন নামক জীবনদায়ী অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। অপরপক্ষে কিছু খাবারে যদি পেনিসিলিয়াম জন্মায় তবে তা খাবারকে নষ্ট করে খাবারের মধ্যে বিষক্রিয়া ঘটায়। ছত্রাকের উপকারী ও অপকারী ভূমিকার দরুন ছত্রাককে ‘উপকারী ...
Continue readingভাইরাসকে অকোশীয় বলার কারণ কী ?
ভাইরাসকে অকোশীয় বলার কারণ—1. ভাইরাসের দেহে প্রোটোপ্লাজম না থাকায় কোশীয় বিপাক ঘটে না।2. কোশীয় কাজের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আয়তনের থেকেও এরা ক্ষুদ্রাকার হয়।
Continue readingভাইরাস কাকে বলে ? উদাহরণ দাও।
ভাইরাস শুধুমাত্র ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান, নিউক্লিক অ্যাসিড (DNA বা RNA) ও প্রোটিন দ্বারা গঠিত, অতি ক্ষুদ্র, পূর্ণ পরজীবী, একধরনের অকোশীয়, জীব ও জড়ের মাঝামাঝি পর্যায়ের বস্তু, যারা কেবল সজীব কোশেই বংশবৃদ্ধি করতে সক্ষম, তাদের ভাইরাস ...
Continue readingব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কেন?
1. ব্যাকটেরিয়ায় উদ্ভিদের ন্যায় কোশপ্রাচীর উপস্থিত।2. ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরটি নীলাভ-সবুজ শৈবালের কোশপ্রাচীরের ন্যায় পেপটাইডোগ্লাইক্যান দ্বারা গঠিত।3. কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সবুজ উদ্ভিদের ন্যায় হলোফাইটিক পুষ্টি সম্পাদিত হয়।4. উদ্ভিদের ন্যায় অঙ্গজ জনন সম্পন্ন করে।উপরোক্ত বৈশিষ্ট্যগুলির জন্য ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা
Continue readingব্যাকটেরিয়াকে প্রোক্যারিয়োটিক বলা হয় কেন?
ব্যাকটেরিয়াকে প্রোক্যারিয়োটিক বলা হয়, কারণ—1. ব্যাকটেরিয়ার দেহে কোনো পর্দাবৃত কোশীয় অঙ্গাণু থাকে না।2. সুগঠিত নিউক্লিয়াস থাকে না।3. ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S প্রকৃতির।উপরোক্ত বৈশিষ্ট্যগুলির জন্য প্রোক্যারিয়োটিক বলা হয়।
Continue reading