পরিবেশ থেকে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নত্তর
(Last year’s question and answer of railway examination from environment)
Q.1. ধোঁয়াশা সৃষ্টির কারণ —
A. ধোয়া, ধুলোর এবং কার্বন কণার বায়ুমন্ডলে মিশ্রণ
B. শীতল রাতের কুয়াশার জন্য
C. A এবং B উভয়
D. কোনোটিই নয়
Q.2. 1989 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন?
A. বাবা আমতে
B. মেধা পাটকার
C. মধু কামেকর
D. মধু কোডসে
Q.3. নিম্নলিখিত এর মধ্যে কোন দূষক পদার্থ ট্রাফিক পুলিশের গ্রহণ করা ভিতরে প্রবেশ করে?
A. CO, PbO₂, SO₂
B. Pb
C. SO₂, Pb
D. CO₂, SO₂
Q.4. নিম্নলিখিত মধ্যে কোনটি বড় শহরের বায়ু দূষণ ঘটায়?
A. তামা
B. সিসা
C. ক্রোমিয়াম
D. কপার অক্সাইড
Q.5. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়?
A. 6 জুন
B. 4 জুন
C. 5 জুন
D. কোনোটিই নয়
Q.6. মানব জাতির পক্ষে ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন?
A. এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছদান হিসেবে কাজ করে
B. এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
C. এটি বায়ুমন্ডলে হাইড্রোজেন মুক্ত করে
D. এটি বায়ুমন্ডলে অক্সিজেন মুক্ত করে
Q.7. নিম্নলিখিত কোন গ্যাস গ্রিন হাউজ প্রভাব এর জন্য দায়ী?
A. ক্লোরিন
B. কার্বন ডাই অক্সাইড
C. অক্সিজেন
D. হাইড্রোজেন
Q.8. বায়ুমণ্ডলে ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে?
A. অতিবেগুনি রশ্মি
B. সুপারসনিক রশ্মী
C. অবলোহিত রশ্মি
D. কোনোটিই নয়
Q.9. বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস হল?
A. কার্বন ডাই অক্সাইড
B. কার্বন মনোক্সাইড
C. নাইট্রাস অক্সাইড
D. নাইট্রোজেনের পারক্সাইড
Q.10. গ্যাসোহোল একটি পরিবেশ বান্ধব জ্বালানি যার মধ্যে রয়েছে?
A. পেট্রোল ও ডিজেল
B. পেট্রোল ও ইথানল
C. ডিজেল ও ইথানল
D. এদের কোনোটিই নয়
Q.11. নিম্নলিখিত কোনটি যানবহন দ্বারা দূষণের জন্য দায়ী নয়?
A. হাইড্রোজেন
B. কার্বন মনোক্সাইড
C. নাইট্রোজেন অক্সাইড
D. সালফার ডাই অক্সাইড
Q.12. মন্ট্রিয়ল প্রটোকলের সঙ্গে জড়িত –
A. ওজোন স্তরের ক্ষয়
B. পারমাণবিক অস্ত্র
C. ল্যান্ড মাইন
D. সমুদ্রের তলদেশ
Q.13. গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে। এটি একটি বিরাট পরিবেশগত উদ্বেগ কারণ এর ফলে –
A. হিমশৈল গুলির বৃদ্ধি বাড়বে
B. তেল অনুসন্ধানের সুযোগ বাড়বে
C. মেরু ভাল্লুক দের শিকারের পরিসীমা কমে যাবে
D. উপকূলবর্তী অঞ্চলে বন্যায় প্লাবিত হবে
Q.14. নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রীন হাউস ইফেক্ট এর জন্য দায়ী?
A. সালফার ডাই অক্সাইড
B. কার্বন মনোক্সাইড
C. হাইড্রোজেন সালফাইড
D. কার্বন ডাই অক্সাইড
Read also :- অর্থনীতি থেকে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নত্তর
প্রতিদিন আপডেট (Updated) থাকার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিন Visit করুন। অথবা আমাদের ওয়েবসাইটের নিচে বেল আইকন এ ক্লিক করে STUDYMAMU কে সাবস্ক্রাইব করুন। অথবা আমাদের Web App ইনস্টল করুন। যদি আমাদের Web App ইনস্টল করার নোটিফিকেশন শো না হয় তাহলে Chrome Browser এর ওপরে থ্রী ডট এ ক্লিক করুন। তারপর ইনস্টল আপা এ ক্লিক করে আমাদের Web App ইনস্টল করুন।
Studymamu Web App ইনস্টল সম্পর্ণ হলে আপনার মোবাইল এর Home স্ক্রিনে StudyMamu app এর Logo শো হবে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট www.studymamu.com এ ডাইরেক্ট Visit করতে পারবেন।
Leave a reply
You must login or register to add a new comment .