Studymamu এর GK Bengali (জি. কে. বাংলা) বিভাগে আপনাকে স্বাগতম। Studymamu হল General Knowladge in Bengali (সাধারণ জ্ঞান), সাধারণ অধ্যয়ন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং WBPSC, SSC, Railways Group D, WBP এর প্রস্তুতির জন্য ভারতের Independent Learning WEBSITE.
General Knowladge in Bengali
ভারতের বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম এবং দীর্ঘতম
45. ভারতের দীর্ঘতম বাঁধ ?
উত্তরঃ হিরাকুঁদ (ওডিশা)
46. ভারতের দীর্ঘতম খাল ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী খাল (রাজস্থান)
47. ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথ ?
উত্তরঃ পিরপাঞ্জাল টানেল (11.215 কিমি, জম্মু ও কাশ্মীর)
48. ভারতের উচ্চতম বাঁধ ?
উত্তরঃ তেহরি বাঁধ
49. ভারতের উচ্চতম বিল্ডিং ?
উত্তরঃ ইম্পিরিয়াল টাওয়ার (254 মিটার, মুম্বাই)
50. ভারতের উচ্চতম টাওয়ার ?
উত্তরঃ রামেশ্বরমে দূরদর্শনের টাওয়ার (283 মিটার, তামিলনাডু)
51. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ ?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা (8586 মিটার)
52. ভারতের উচ্চতম সৌধ চুড়া ?
উত্তরঃ কুতুব মিনার (73 মিটার, দিল্লি)
53. ভারতের উচ্চতম সড়ক ?
উত্তরঃ খারদুংলা রোড (লাদাখ)
54. ভারতের বৃহত্তম পশু মেলা ?
উত্তরঃ শোনপুর (বিহার)
55. ভারতের বৃহত্তম হিমবাহ ?
উত্তরঃ সিয়াচেন
56. ভারতের বৃহত্তম অডিটোরিয়াম ?
উত্তরঃ শ্রী সম্মুখানন্দ হল (মুম্বাই)
57. ভারতের উচ্চতম স্ট্যাচু ?
উত্তরঃ স্ট্যাচু অফ ইউনিটি (বল্লভভাই প্যাটেলের মূর্তি; সর্দার সরোবর বাঁধ, গুজরাট)
58. ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক ?
উত্তরঃ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
59. ভারতের উচ্চতম জলপ্রপাত ?
উত্তরঃ কুঞ্চিকল (বরাহি নদী, কর্ণাটক)
60. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ?
উত্তরঃ NH – 44 (বারাণসী কন্যাকুমারী)
61. ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক ?
উত্তরঃ NH – 47A (6 কিমি)
62. ভারতের দীর্ঘতম উপকূল রেখা ?
উত্তরঃ গুজরাট রাজ্যের (প্রায় 1600 কিমি)
63. ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত ?
উত্তরঃ মেরিনা বিচ (চেন্নাই)
64. ভারতের বৃহত্তম গুরুদ্বার ?
উত্তরঃ স্বর্ণমন্দির (অমৃতসর)
65. ভারতের বৃহত্তম গির্জা ?
উত্তরঃ সেন্ট ক্যাথিড্রাল (গোয়া)
66. ভারতের বৃহত্তম হিমবাহ ও উচ্চতম যুদ্ধক্ষেত্র ?
উত্তরঃ সিয়াচেন
67. ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা চর ?
উত্তরঃ মাজুলী (ব্রহ্মপুত্র নদ, অসম)
Comment ( 1 )
Thank you so much